ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই মৃত্যুর মিছিল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই মৃত্যুর মিছিল

মহামারি করোনাভাইরাসে নাকাল ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুর মিছিলে তারা সবাইকে পেছনে ফেলেছে। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনা ছড়ালোও এতোদিন মৃত্যুর মিছিলে যুক্ত হয়নি একমাত্র ওয়েমিং রাজ্য। এবার সেটিও যুক্ত হল। সোমবার ওয়েমিং রাজ্যের গভর্নর মার্ক গর্ডন প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়েমিং অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। মারা গেছে ১ জন। সেরে উঠেছে ১৩৬ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৪৮৬ জন। মৃত্যুবরণ করেছে ২৩ হাজার ২৫২ জন। সেরে উঠেছে ৩৪ হাজার ৬৬৪ জন। চিকিৎসাধীন রয়েছে ৫ লাখ ২১ হাজার ৫৭০ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩১ জন। মৃতের সংখ্যা ১০ হাজার ৫৬ জন। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৫৮৪ জন। মারা গেছে ২ হাজার ৪৪৩ জন। মিশিগানে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৩৫ জন। মারা গেছে ১ হাজার ৬২০ জন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লাখ ১২ হাজার ৪৩৮ জন। প্রাণ হারিয়েছে ১ লাখ ১৮ হাজার ৬৮৩ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪ লাখ ৪১ হাজার ২৩২ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়