ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মস্কোয় লকডাউন বাড়লো ৩১ মে পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মস্কোয় লকডাউন বাড়লো ৩১ মে পর্যন্ত

টানা ষষ্ঠদিন রাশিয়ায় করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। মহামারির নতুন হটস্পট হতে যাচ্ছে দেশটি। এই অবস্থায় রাজধানী মস্কোয় লকডাউন বাড়লো মের শেষ পর্যন্ত।

সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ১০ হাজার ৬৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবারের রেকর্ড ১১ হাজার ২৩১ জনের চেয়ে কিছুটা কম। মোট আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন।

এ ভাইরাসে রেকর্ড ৯৮ জনের মৃত্যু হয়েছে একদিনে, মোট ১ হাজার ৭২৩ জন। বর্তমান লকডাউন শিথিলের পক্ষে বেশ কয়েকজন কর্মকর্তা। তবে মস্কোর মেয়র সার্জি সোবিয়ানিন তার শহরে ৩ লাখেরর বেশি আক্রান্তের আশঙ্কা করছেন। তাই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ মে পর্যন্ত অবরুদ্ধ থাকবে রাশিয়ার রাজধানী।

এদিকে কনজিউমার প্রটেকশন ওয়াচডগের প্রধান আনা পাপোভা বলেছেন, অন্তত ২০২০ সালের শেষ পর্যন্ত লকডাউন থাকতে পারে। এই সময়ের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার হবে বিশ্বাস তার। তবে তিন ধাপে লকডাউন শিথিল করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চলছে তাদের।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়