ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়ালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়ালো পাকিস্তান

গত বছরের ডিসেম্বরের শেষদিকে করোনাভাইরাস মহামারি শুরু হয়েছিল চীন থেকে। সেই দেশটি একে একে ১৭টি দেশের পেছনে পড়ে গেলো। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যায় তাদের পেছনে ফেলেছে পাকিস্তান।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ৪ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৮৫ হাজার ২৬৪ জন। চীনে ২৪ ঘণ্টায় মাত্র একজন আক্রান্ত হওয়ায় মোট কোভিড-১৯ রোগী ৮৩ হাজার ২২ জন। বিশ্বে সর্বোচ্চ করোনা শনাক্তের তালিকায় পাকিস্তান উঠে গেলো ১৭ নম্বরে।

একই সময়ে ৮২ জনের প্রাণহানিতে মোট মৃত্যু বেড়ে হলো ১ হাজার ৭৭০ জন। চীনে মৃত্যু ৪ হাজার ৬৩৪ জন। একদিনে রেকর্ড ১ হাজার ২০৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন, মোট সংখ্যা ৩০ হাজার ১২৮ জন।

সংক্রমণ বাড়তে থাকলেও মের শুরুতে লকডাউন শিথিল করেছিল পাকিস্তান। এই সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, ঘরোয়া পর্যটনখাত খুলতে কাজ করছে সরকার। হোটেল ও রেস্তোরাঁগুলো বন্ধই থাকছে জানান তিনি।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়