ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতীয় সেনা অভিযানে ৬ নাগা বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতীয় সেনা অভিযানে ৬ নাগা বিদ্রোহী নিহত

ভারতের অরুণাচল প্রদেশের খোসাঁ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছে বিদ্রোহী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগালিমের (এনএসসিএন) ৬ সদস্য। সেনাসূত্রে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আসাম রাইফেলসের এক সৈন্য এই অভিযানে আহত হয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সেনাবাহিনী।

অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় অবস্থিত খোসাঁ আসামের শীর্ষস্থানীয় শিল্পাঞ্চল তিনসুকিয়া থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

সেনাসূত্রে জানা গেছে, এনকাউন্টারের ঘটনা ঘটে ভোর সাড়ে ৪টার দিকে। ছয় অস্ত্রসহ ওই এলাকায় ‘বড় এক অস্ত্রের গুদাম’ খুঁজে পেয়েছে সেনাবাহিনী।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র বিদ্রোহীদের অবস্থান জানতে পেরে এই অভিযানে নামে আসাম রাইফেলস।

গত কয়েক দশক ধরে নাগার জনগণের জন্য পৃথক ভূখণ্ড চেয়ে সশস্ত্র বিদ্রোহ করে যাচ্ছে এনএসসিএন (আইএম)।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়