ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের নতুন রেকর্ড এটি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত তিন দিন ধরে ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এর আগে বৃহস্পতিবার ৫২ হাজার এবং শুক্রবার ৫৫ হাজার নতুন আক্রান্তের সংখ্যা জানানো হয়েছিল। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ১১৮ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন। গত চার দিনে প্রায় দুই লাখের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। 

প্রতিদিন যে সংখ্যক মানুষের করোনা শনাক্ত পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। শুক্রবার তা বেশ খানিকটা কমে ৯ শতাংশের কম হয়েছিল। শনিবার তা বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৬৮৯ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিল ছয় লাখ ৪২ হাজার।

আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এ পর্যন্ত মোট ১০ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ আক্রান্তের প্রায় ৬৪ দশমিক ৫৩ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। 

 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়