ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফ্রান্স-ইতালিতে অ্যালেক্স ঝড়ের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:০৪, ৪ অক্টোবর ২০২০
ফ্রান্স-ইতালিতে অ্যালেক্স ঝড়ের তাণ্ডব

দক্ষিণ ফ্রান্স ও উত্তর-পশ্চিম ইতালিতে ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ২ জন নিহত এবং ২৫ জন নিখোঁজ হয়েছেন।  

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিহতের একজন ইতালির অ্যায়োস্তা ভ্যালি ফায়ার সার্ভিসের সদস্য। অপরজন পিয়েডমোন্ট অঞ্চলের বাসিন্দা। বন্যার পানিতে ৩০ বছর বয়সি ওই ব্যক্তির গাড়ি নদীতে ভেসে গেলে তার মৃত্যু হয়।

অ্যালেক্স নামের এই ঝড়ে বন্যা দেখা দিয়েছে। ফ্রান্সের নিস শহরের বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার মেয়র এটিকে তার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে দাবি করেছেন।

হেলিকপ্টারে বন্যা পরিস্থিত পর্যবেক্ষণের পর নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি ফ্রেঞ্চ চ্যানেল বিএফএমকে বলেন, ‘রাস্তাঘাট ও প্রায় ১০০ বাড়ি ভেসে গেছে অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আবহাওয়া এজেন্সি মেতেও-ফ্রান্স জানিয়েছে, দেশটির কিছু অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বছরের এই সময়ে চার মাসে সমপরিমাণ বৃষ্টিপাত হয়।

শুক্রবার (২ অক্টোবর) শুরু হওয়া এই ঝড় এবং বন্যা এখন ফ্রান্স পেরিয়ে ইতালির উপর দিয়ে বয়ে যাচ্ছে। উত্তর ইতালিতে নদীর পানি বেড়ে গেছে। বন্যার পানিতে রাস্তাঘাট ও ব্রিজ ভেসে গেছে।

রাতারাতি এই বন্যায় নিখোঁজ ২৫ জনের মধ্যে ইতালির উত্তর-পশ্চিম অঞ্চলের ১৭ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একদল জার্মান ট্রেকারও রয়েছে, তারা পাহাড়ে ভ্রমণের পর আর ফিরে আসেনি। অন্যদিকে ফ্রান্সের ৮ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

ইতালির পিয়েডমোন্ট অঞ্চলের বেশ কিছু গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া উত্তর-পশ্চিম অঞ্চলের লোম্বার্ডি ও লিগুরিয়া অঞ্চলও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ এটিকে খুবই ‘সংকটপূর্ণ পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন।  

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে সাহায্যকর্মী পাঠানো হয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়