ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ভারত সীমান্তে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১০ অক্টোবর ২০২০  
‘ভারত সীমান্তে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন’

ভারতের উত্তর সীমান্তে চীন ৬০ হাজার সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চীনের এই কর্মকাণ্ডকে ‘বাজে আচরণ’ উল্লেখ করে তিনি বলেছেন, ভারত, যুক্তরাষ্ট, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত ‘কোয়াড’ গোষ্ঠীর জন্য এটি হুমকি।

করোনার প্রাদুর্ভাবের পর এই প্রথম ‘কোয়াড’ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক মঙ্গলবার টোকিওতে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে ফেরার পর পম্পেও বলেছেন, ‘আমরা যেটাকে কোয়াড বলে ডাকি তার সদস্য ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আমার বৈঠক হয়েছে, বিশ্বের চারটি বৃহৎ গণতান্ত্রিক ও অর্থনৈতিক শক্তির দেশের জন্য চীনা কমিউনিস্ট পার্টির আচরণ ক্রমশ বিপজ্জনক হিসেবে দেখা দিচ্ছে।’

তিনি বলেন, ‘দশকের পর দশক ধরে চীনকে আমাদের সবার ওপর ছড়ি ঘোরানোর সুযোগ দিয়েছে পশ্চিম। আগের প্রশাসন হাঁটু মুড়ে ছিল, তারা প্রায়ই চীনকে আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরির সুযোগ দিয়েছে এবং এর সঙ্গে সম্পৃক্ত ছিল লাখ লাখ চাকরি। ’

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীন বিরোধী জোট গঠনের কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

চীনকে হুমকি দিয়ে পম্পেও বলেন, ‘দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। বেইজিং যদি এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে থাকে এবং স্বাধীন দেশগুলি সে ব্যাপারে কিছুই না করে, ইতিহাস সাক্ষী চীনা কমিউনিস্ট পার্টি আরও অনেক অঞ্চল দখল করে নেবে।’

সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন সবাই জেনে গিয়েছেন, কীভাবে ভারতের উত্তরে হিমালয় ঘেরা সীমান্তে চীন শারীরিক সংঘাতে লিপ্ত হয়েছে। ৬০ হাজার সেনা মোতায়েন করেছে। ভাইরাসের (করোনা) উৎপত্তি ও ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়েছিল অস্ট্রেলিয়া। পরিণামে তাদেরও চীনা কমিউনিস্ট পার্টির হুমকি ও নিগ্রহের মুখে পড়তে হয়েছে।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়