ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

আটক চীনা সৈন্যকে ফেরত পাঠালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৪৬, ২১ অক্টোবর ২০২০
আটক চীনা সৈন্যকে ফেরত পাঠালো ভারত

বিরোধপূর্ণ সীমান্ত থেকে আটক হওয়া একজন চীনা সৈন্যকে ফেরত পাঠিয়েছে ভারত। ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।

গত সোমবার (১৯ অক্টোবর) লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সৈন্যকে গ্রেপ্তার করা হয়। তার নাম ওয়াং ইয়া লং। তিনি চীনা সেনাবাহিনীতে করপোরাল পদে কর্মরত। আটকের সময় তার কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া যায় বলে দাবি করেছে ভারতীয় বাহিনী।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই সৈন্য পথভুলে ভারতের সীমানায় ঢুকে পড়ে। পরে তাকে আটক করা হয়। তবে তাকে চিকিৎসা সহায়তা ও অক্সিজেন দেওয়া হয়েছে।

গত কয়েকমাস ধরে ভারত ও চীন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠকও হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যথাযথ প্রটোকল মেনে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ওই সৈন্যকে চীনের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সেপ্টেম্বরে ভুল করে চীনা সীমান্তে ঢুকে পড়া পাঁচজন ভারতীয়কে ফেরত পাঠায় চীন।

ঢাকা/মারুফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়