ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আফগানিস্তানে ৯ মাসে ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ২০:৩৫, ২৭ অক্টোবর ২০২০
আফগানিস্তানে ৯ মাসে ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত 

চলতি বছরের প্রথম ৯ মাসে আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে লড়াই চলাকালে প্রায় ছয় হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে জাতিসংঘের আফগান সহায়তা মিশন ইউএনএএমএ জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে পাঁচ হাজার ৯৩৯ জন হতাহত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ১১৭ জন নিহত এবং তিন হাজার ৮২২ জন আহত হয়েছে। 

ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বেসামরিক নাগরিকদের জন্য বিশ্বে আফগানিস্তান প্রাণঘাতি হিসেবে রয়ে গেছে, যেখানে বেসামরিক নাগরিকদের ওপর বিপর্যয়কর প্রভাবের সাথে সাথে উচ্চমাত্রার সহিংসতা চলছে।’ 

অবশ্য গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর বেসামারিক হতাহতের সংখ্যা ৩০ শতাংশ কমেছে। তবে ইউএনএএমএ জানিয়েছে গত মাসে দোহায় তালেবান ও সরকারের পক্ষে আলোচনা শুরু হলেও তা সহিংসতা কমাতে ব্যর্থ হয়েছে। এই সহিংসতার জন্য তালেবান দায়ী ৪৫ শতাংশ, সরকারি বাহিনী ২৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর দায় দুই শতাংশ।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়