ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাস্ক ব্যবহার পাকিস্তানে বাধ্যতামূলক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৯ অক্টোবর ২০২০  
মাস্ক ব্যবহার পাকিস্তানে বাধ্যতামূলক

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পাকিস্তানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২৮ অক্টােবর) পাকিস্তানের দ্য ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এ নির্দেশ দেয়। 

বৃহস্পতিবার (২৯ অক্টােবর) ডনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তানে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। কয়েক দিন আগে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৪০০ থেকে ৫০০। এখন তা ৭০০ থেকে ৭৫০ হচ্ছে। এর পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। পরীক্ষার তুলনায় শনাক্তের সংখ্যা আগে ছিল ২ শতাংশের কম। এখন এটি প্রায় ৩ শতাংশের কাছাকাছি।

দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান জানান,সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল বৈঠক করে এনসিওসি। এতে সভাপতিত্ব করেন দেশটির পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আসাদ উমর। বৈঠকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়