ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ফিলিপাইনে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:০৩, ১ নভেম্বর ২০২০
সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ফিলিপাইনে

চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ফিলিপাইনে। দেশটির দক্ষিণের অঞ্চল লুজন দ্বীপে পাঁচ মাত্রার এই ঝড়টি রোববার আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে গনি। ঘণ্টায় ২১৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানতে যাওয়া ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ২৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঝড়ের প্রভাবে প্রবল বাতাস ও তীব্র বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।

২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড় হাইয়ানের চেয়েও শক্তিশালী। হাইয়ানের আঘাতে ওই বছর ছয় হাজার তিনশ এর বেশি মানুষের মৃত্যু হয়।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সহযোগী সিনেটর ক্রিস্টোফার গো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা কোভিড-১৯ এ অনেক কঠিন সময় পার করছি এবং এখন আরেকটি বিপর্যয় আসছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে পূর্বসতর্কতা হিসেবে আলবে প্রদেশ থেকে সাত লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্বাহি পরিচালক রিকার্ডো জালাদ জানিয়েছেন, রাজধানী ম্যানিলা ও পাশের বুলাকান প্রদেশের তাবুতে আইসোলেশনে রাখা প্রায় এক হাজার কোভিড-১৯ রোগীকে হোটেল ও হাসপাতালে সরিয়ে আনা হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়