ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ট্রাম্পের প্রচার শিবিরের ২ মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৬ নভেম্বর ২০২০   আপডেট: ০৯:৪৬, ৭ নভেম্বর ২০২০
ট্রাম্পের প্রচার শিবিরের ২ মামলা খারিজ

ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্পের প্রচার শিবিরের দুটি মামলা খারিজ করে দিয়েছে দুই রাজ্যের আদালত। বৃহস্পতিবার জর্জিয়া ও মিশিগানের আদালতে এই মামলা দুটি খারিজ করে দেওয়া হয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জর্জিয়াতে ট্রাম্পের প্রচার শিবির ও রিপাবলিকান পার্টি আদালতে অভিযোগ করে যে, ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পরও চাথাম কাউন্টিতে সন্ধ্যা ৭টায় অন্তত ৫৩টি ব্যালট পেপার গ্রহণ করা হয়েছিল। বিচারক জেম এফ, বাস জুনিয়র এই অভিযোগ খারিজ করে দেন। এর স্বপক্ষে তিনি বলেছেন, সময় অতিক্রম হওয়ার পরও ভোট গ্রহণ করা হয়েছে এ ধরনের কোনো ‘প্রমাণ’ পাওয়া যায়নি।

মিশিগানে ট্রাম্পের প্রচার শিবির অনুপস্থিত ব্যালট (বিদেশে থেকে ভোট দেওয়া) গণনা বন্ধের আবেদন করে। অনেক জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে তাদেরকে ভোট গণনা পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি প্রচার শিবিরের। বিচারক সিনথিয়া স্টিফেন্স এই মামলা খারিজ করে দিয়ে বলেছেন, ভোট গণনা শুরু হওয়ার অনেক পরে এই আবেদন করা হয়েছে। ‘গণনার উপাদান শেষ হয়ে যাওয়ায়’ এই সুযোগ এখন আর নেই।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়