বাইডেনকে বিশ্ব নেতাদের অভিনন্দন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট এ প্রার্থী।
একইসঙ্গে বিশ্ব নেতাদের অনেকেই বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন।
ইংরেজি ও ফরাসি ভাষায় করা টুইটে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই দেশের মধ্যে 'অনন্য' সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি সত্যিই আপনাদের দু'জনের সঙ্গে কাজ করার এবং এর প্রত্যাশা করছি।
অভিনন্দন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অগ্রাধিকারের সঙ্গে একত্রে কাজ করাই আমাদের লক্ষ্য।
হোয়াইট হাউজে কমলা হ্যারিসের উপস্থিতি ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার হবে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটি দুই দেশের জন্য বিশাল সাফল্য।
ট্রুডোর মতো ইংরেজি ও ফরাসি ভাষায় টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অভিনন্দন জানিয়ে করা এক টুইটে তিনি বলেন, দুই দেশেই বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো উতরে যেতে সক্ষম হবে বলে আমি আশা করি।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ অভিনন্দন জানিয়ে বাইডেনকে 'একটি উন্নত ইরাক গড়ার কারণ হিসাবে বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার' বলে অভিহিত করেন।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বাইডেনকে জোটের 'শক্তিশালী সমর্থক' হিসাবে উল্লেখ করেছেন।
ঢাকা/জেডআর
- ৫ বছর আগে যুক্তরাষ্ট্রজুড়ে বিজয়োল্লাস
- ৫ বছর আগে সোমবার থেকে আইনি লড়াইয়ে যাচ্ছেন ট্রাম্প
- ৫ বছর আগে নারী নেতৃত্বের চর্চা শুরু হলো যুক্তরাষ্ট্রে
- ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য মানছেন না ট্রাম্প!
- ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে কমলা হ্যারিসই প্রথম
- ৫ বছর আগে শিক্ষক থেকে মার্কিন ফার্স্টলেডি
- ৫ বছর আগে পরাজয় মানছেন না ট্রাম্প
- ৫ বছর আগে এক নজরে জো বাইডেন
- ৫ বছর আগে আসুন রাগ-ক্ষোভ-অভিমান ভুলে একসঙ্গে কাজ করি: বাইডেন
- ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন
- ৫ বছর আগে জো বাইডেনের নিরাপত্তা জোরদার
- ৫ বছর আগে মিথ্যা বলায় ট্রাম্পের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ
- ৫ বছর আগে ট্রাম্পের প্রচার শিবিরের ২ মামলা খারিজ
- ৫ বছর আগে ‘ট্রাম্প ক্ষমতার গুরুতর অপব্যবহার করছেন’
- ৫ বছর আগে জয়ের জন্য ৬ ভোট প্রয়োজন বাইডেনের