ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী নেতৃত্বের চর্চা শুরু হলো যুক্তরাষ্ট্রে

ছাবেদ সাথী, নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ১২:৫২, ৮ নভেম্বর ২০২০
নারী নেতৃত্বের চর্চা শুরু হলো যুক্তরাষ্ট্রে

নারী নেতৃত্বের চর্চা শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। ইচ্ছে থাকলেও যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে শীর্ষস্থানীয় পদে কোন আদৌ ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে সব হিসেব পাল্টে দিয়ে ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির প্রধান দুই দলের মধ্যে ৫৫ বছর বয়সী প্রথম কৃষ্ণাঙ্গ নারী রাজনীতিক মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে বাজিমাৎ করলেন।

২৪৪ বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন।

আরো পড়ুন:

২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। এটা আরো বড় রেকর্ড।

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন ২০১০ সালে। দুই বছর দায়িত্ব পালন করে তিনি সুপরিচিত হয়ে উঠেছিলেন।

গত মঙ্গলবার ভোট গ্রহণের পর ভোট গণনা নিয়ে নানা জটিলতা পেরিয়ে শনিবার বাইডেন নির্বাচিত হন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ২০০ বছরের বেশি সময়ে ইতিহাসে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

ছাবেদ সাথী/আমিনুল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়