ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ট্রাম্প ক্ষমতার গুরুতর অপব্যবহার করছেন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ৫ নভেম্বর ২০২০   আপডেট: ০৮:৫৫, ৬ নভেম্বর ২০২০
‘ট্রাম্প ক্ষমতার গুরুতর অপব্যবহার করছেন’

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক কমিশনের প্রধান মাইকেল লিঙ্ক বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দপ্তরের ক্ষমতার গুরুতর অপব্যবহারকারী। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কারচুপির অভিযোগ ও ভোট গণনা বন্ধের দাবির প্রেক্ষাপটে বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন লিঙ্ক।

লিঙ্ক বলেন, ‘সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে হোয়াইট হাউজে ক্ষমতার প্রতীক হিসেবে প্রেসিডেন্টের তর্জন-গর্জন, যেখানে আমেরিকার কমান্ডার ইন চিফ তার বিজয়ের অভিপ্রায়ে ভোট গণনা বন্ধের আহ্বান জানিয়েছেন। এটি দপ্তরের ক্ষমতার গুরুতর অপব্যবহার।’

নির্বাচনে কারচুপির যে অভিযোগ ট্রাম্প করেছেন তাকে ‘ভিত্তিহীন’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক কমিশনের প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্প বারবার জালিয়াতির যে মিথ্যা অভিযোগ করছেন তার সুদূর প্রসারী পরিণতি ডেকে আনতে পারে।’

তিনি বলেন, ‘প্রধান উদ্বেগের বিষয়টি হচ্ছে, ট্রাম্প যে দৈত্যটিকে বোতল থেকে বের করেছেন তা আর যুক্তরাষ্ট্র ভেতরে ঢোকাতে পারবে না। এমনকি তিনি যদি পরাজয় মেনে নেন এবং যথাযথভাবে ক্ষমতার হস্তান্তর করেন তারপরও তার সমর্থকরা বিজয় দাবি করবে, যারা সহিংসতাকে বৈধ উপাদান হিসেবে দেখবে। কারণ তারা গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে অনুভব করবে না।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়