ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ ডিসেম্বর ২০২০  
আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ের আগেই আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। এ লক্ষ্যে ইসরায়েল কাজ করে যাচ্ছে বলে বুধবার দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

চলতি বছর হোয়াইট হাউজের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। 

বুধবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল দেশটির আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ওফির আকুনিসের কাছে জানতে চায়, ২০ জানুয়ারি ট্রাম্পের বিদায়ের আগে পঞ্চম মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা আছে কিনা। 

জবাবে ওফির বলেন, ‘আমরা সেই পথে কাজ করছি।’

তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে একটি আমেরিকান ঘোষণা আসতে পারে, যারা সারাংশ হচ্ছে, একটি চুক্তির অবকাঠমো-একটি শান্তিচুক্তি।’

ওফির অবশ্য ওই মুসলিম দেশের নাম প্রকাশ করেননি।

তবে তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে তালিকায় দুটি দেশ রয়েছে। একটি উপসাগরীয় দেশ, সম্ভবত ওমান। আরেকটি পূর্বাঞ্চলীয় দেশ। ‘একটি মুসলিম দেশ যেটি ছোট নয়’, তবে পাকিস্তানও নয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ