ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টিকা রপ্তানিতে কঠোর হওয়ার হুঁশিয়ারি ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৬ জানুয়ারি ২০২১  
টিকা রপ্তানিতে কঠোর হওয়ার হুঁশিয়ারি ইইউ’র

করোনার টিকা রপ্তানিতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা সরবরাহ ঘাটতির ইঙ্গিত দেওয়ার পর এই হুঁশিয়ারি দিয়েছে ইইউ।

চাহিদার ব্যাপকতার কারণে আরেক টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেকও জানিয়েছে, তাদের সরবরাহ ব্যবস্থায় ঘাটতি দেখা দিতে পারে।

দুটি প্রতিষ্ঠানই যুক্তরাজ্যে টিকা সরবরাহ করছে। রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়া হলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিপাকে পড়তে হবে যুক্তরাজ্যকে।

এ ব্যাপারে যুক্তরাজ্যের কোভিড টিকা সংগ্রহ বিষয়ক মন্ত্রী নাদিম জাহাউই বলেছেন, সরবরাহ সংকটপূর্ণ। তবে আমি আস্থাবান যে, (আস্ট্রাজেনেকা ও ফাইজার) উভয় প্রতিষ্ঠান মধ্য ফেব্রুয়ারিতে আমাদের যে লক্ষ্যমাত্রা তা সরবরাহ করতে পারবে এবং অবশ্যই এর বাইরেও।’

তিনি টিকা জাতীয়তাবাদ বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সারা বিশ্ব নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়।’

এর আগে ইইউ’র স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা কাইরিয়াকাইডস বলেছেন, ‘নিজেদের নাগরিকদের সুরক্ষায় ২৭ দেশের ইইউ ব্লক প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে পারে।’

তিনি জানান, ইইউ’র ভেতরে টিকা উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানকে তৃতীয় কোনো দেশে টিকা রপ্তানি করতে হলে অবশ্যই ব্লকের অনুমতি নিতে হবে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়