ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাভালনির স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৩১ জানুয়ারি ২০২১  
নাভালনির স্ত্রী গ্রেপ্তার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার অননুমোদিত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ইউলিয়া নাভালনিয়াকে গ্রেপ্তার করা হয়।

দ্য ওভিডি ইনফো মনিটর জানিয়েছে, সারাদেশ থেকে এক হাজার ১৯ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ দাবি করেছে, করোনার কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে এই বিক্ষোভ বেআইনি। সমাবেশের মাধ্যমে করোনার বিস্তার ঘটতে পারে।

গত সপ্তাহেও নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছিল। ওই সময় চার হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, মস্কোতে অসংখ্য দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তায় লোক চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘পুতিন চোর’ বলে স্লোগান দিচ্ছে।

গত বছর  নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যার  চেষ্টা করা হয় নাভালনিকে। জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে চলতি মাসের মাঝামাঝি সময় দেশে ফিরলে তাকে আটক করা হয়। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়