ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সম্পদের তথ্য লুকাতে আইন পরিবর্তনে সরকারকে চাপ দিয়েছিলেন ব্রিটেনের রানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২১
সম্পদের তথ্য লুকাতে আইন পরিবর্তনে সরকারকে চাপ দিয়েছিলেন ব্রিটেনের রানি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তার ‘বিব্রতকর’ ব্যক্তিগত সম্পত্তির তথ্য জনসাধারণের কাছ থেকে লুকানোর জন্য একটি খসড়া আইন পরিবর্তনে সরকারের ওপর প্রভাব বিস্তার করেছিলেন। ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ান নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল আর্কাইভ প্রকাশিত সরকারের একাধিক মেমোতে দেখা গেছে, রানি এলিজাবেথের ব্যক্তিগত আইনজীবী মন্ত্রীদের একটি খসড়া আইন সংশোধনের জন্য চাপ দিয়েছিলেন। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে রানির শেয়ারের পরিমাণ জনসাধারণের কাছে যাতে প্রকাশ না করা হয় সেই চেষ্টা করা হয়েছিল।

রানির হস্তক্ষেপের কারণে সরকার সংশ্লিষ্ট আইনটিতে ‘রাষ্ট্রের প্রধান’ যেসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সেগুলোকে সরকারের স্বচ্ছতামূলক পদক্ষেপ থেকে ছাড় দেওয়া হয়।

রানি এলিজাবেথের সম্পদের পরিমাণ কখনোই প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হয়, রানির শত কোটি পাউন্ডের সম্পদ রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়