ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইইউ ছাড়ার হুমকি দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২১
ইইউ ছাড়ার হুমকি দিলো রাশিয়া

নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার হুমকি দিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই হুমকি দিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টোর সমালোচক আলেক্সি নাভালনিকে কারারুদ্ধের ঘটনায় সম্প্রতি ইইউ মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সম্ভবনার কথা জানিয়েছিল। গত সপ্তাহে নাভালনির ঘটনায় মন্তব্যের জেরে রাশিয়া ইইউর তিন কূটনীতিককে বহিষ্কার করে। ইইউও পাল্টা ব্যবস্থা হিসেবে তিন রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

সংবাদ সম্মেলনে ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাশিয়া ইইউ’র সঙ্গে সম্পর্কচ্ছেদের পথে হাঁটছে কিনা। জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এর জন্য প্রস্তুত।’

তিনি বলেন, ‘আপনি যদি শান্তি চান, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন।’

ইইউর নিষেধাজ্ঞা সম্পর্কে ল্যাভরভ বলেন, এটি সবচেয়ে স্পর্শকাতর ক্ষেত্রসহ আমাদের অর্থনীতির জন্য ঝুঁকি সৃষ্টি করবে। আমরা বিশ্ব সম্পর্ক থেকে আমাদেরকেত বিচ্ছিন্ন করতে চাই না। তবে আমাদেরকে এর জন্য প্রস্তুতি নিতে হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়