ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনা সেনাদের হাতে যেভাবে মার খেলো ভারতীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১

গত বছরের জুনে গালওয়ানে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হয়। চীন তাদের সেনা হতাহতের বিষয়টি অস্বীকার করেছিল। শুক্রবার চীনা কর্তৃপক্ষ তাদের পাঁচ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। 

একই দিন চীন গালওয়ানের ওই সংঘর্ষের ভিডিও প্রকাশ করেছে। 

আরো পড়ুন:


এতে দেখা গেছে, ভারতীয় সেনারা হাতে রড ও ডাণ্ডা নিয়ে চীনা সেনাদের অবস্থান লক্ষ্য করে ছুটে আসে। এসময় চীনা সেনাদের তাদের শান্ত করার চেষ্টা করে। এরই মধ্যে চীনা সেনারা অতিরিক্ত সেনার জন্য যোগাযোগ করে। রাতে গালওয়ানে অতিরিক্ত চীনা সেনা যাওয়ার পর ভারতীয়দের ওপর প্রবল হামলা চালায় চীনারা।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়