ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারত-চীন সীমান্ত পরিস্থিতিতে নজর রাখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
ভারত-চীন সীমান্ত পরিস্থিতিতে নজর রাখছে যুক্তরাষ্ট্র

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত ও চীনের ওপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে নিজেদের সব সেনা সরিয়ে প্রতিবেশী দুই দেশ সরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ মন্তব্য করলো।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, শান্তিপূর্ণ সমাধানে দুই দেশের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘আমরা সেনা প্রত্যাহারের খবর নিবিড়ভাবে দেখছি এবং পরিস্থিতি প্রশমণের চলমান প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। উভয়পক্ষ শান্তিপূর্ণ সমাধানে কাজ করায় আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখব।’

গত বছরের জুনে প্যাগং লেক এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে ২৪ জন নিহত হয়। সম্প্রতি উভয় দেশ সীমান্তের নিজ নিজ অংশে উত্তেজনা কমাতে কাজ শুরু করে। গত ১১ ফেব্রুয়ারি বেইজিং ও নয়া দিল্লি প্যাংগং থেকে সব সেনা প্রত্যাহারে আগ্রহ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুই দেশের পক্ষ থেকে জানানো হয়, প্যাগং থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়