ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ানমারে মসজিদে ঢুকে সেনাদের গুলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৫৬, ১৫ এপ্রিল ২০২১
মিয়ানমারে মসজিদে ঢুকে সেনাদের গুলি

মসজিদে ঢুকে গুলি চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির মান্ডালে রাজ্যের মহা অংমায়া শহরতলীতে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে।

গুলিতে কো হতেত নামে ২৮ বছরের এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুজন। 

মিয়ানমার নাউ জানিয়েছে, কো হতেত ও কয়েক জন সেহরি খাওয়ার পর শহরের সুলে মসজিদে ঘুমিয়েছিল। স্থানীয় সময় সকাল ১০টা সেনাবাহিনী মসজিদের ভেতরে হামলা চালায়। ঝড়ো গতিতে প্রবেশের পরপর তারা গুলি চালাতে শুরু করে। কো হতেতের বুকে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, কো হতেত একটি গাড়ি সারাইয়ের দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।

মসজিদের ভেতর থেকে অন্তত পাঁচ জনকে আটক করে নিয়ে গেছে সেনারা। এদের মধ্যে ১০, ১১ ও ১৬ বছরের তিন শিশু-কিশোর রয়েছে। এরাও মসজিদের ভেতরে ঘুমিয়ে ছিল।

এদিকে, একই দিন শহরে স্বাস্থ্যকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। সেনাদের গুলি ও নির্যাতনে এ পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়