ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:৪২, ১৬ এপ্রিল ২০২১
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, নিহত লোকজনের মধ্যে বন্দুকধারীও আছেন। নিজের গুলিতেই মারা যান তিনি। 

আরো পড়ুন:

বিবিসি জানায়, ইন্ডিয়ানাপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছেন তিনি।

পুলিশের মুখপাত্র জিনে কুক বলেন, ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়