ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে সেনা বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১২ মে ২০২১   আপডেট: ১৭:৩১, ১২ মে ২০২১
মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে সেনা বিরোধীরা

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছ থেকে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের সেনা শাসন বিরোধীরা। বুধবার দেশটির সেনা নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটির বিভিন্ন শহরে সরকারি কর্মকর্তা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোটোখাটো বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি এসব হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, একটি অভিযানে ৪৮টি হাতের তৈরি মাইন, ২০টি টিএনটি স্টিক, ডিটোনেটর, ফিউজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অন্যান্য বিস্ফোরক বস্তুর মধ্যে রয়েছে গান পাউডার। কায়াহ রাজ্যে সামরিক প্রশিক্ষণ নিতে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাগুলোতে জড়িত সন্দেহে এবং সামরিক প্রশিক্ষণ নিতে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়