ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩৫ মিনিটে ৪৫০ বোমা!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৪ মে ২০২১   আপডেট: ০৮:২০, ১৫ মে ২০২১
৩৫ মিনিটে ৪৫০ বোমা!

শুক্রবার প্রথম প্রহরের পর ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিরক্ষা বাহিনী গাজা সীমান্তে বিমান ও স্থল হামলা চালাতে যাচ্ছে। এই ঘোষণার পর গাজার শাসক দল হামাস তাদের বাহিনী সদস্যদের যে গাজা সীমান্তের কাছে সুড়ঙ্গগুলোতে অবস্থান নিতে পাঠাবে তা আন্দাজ করেছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আন্দাজ ভুল হয়নি। ওই রাতেই হামাসের সুড়ঙ্গগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় এবং অধিকাংশ সুড়ঙ্গ ধ্বংস করে দেওয়া হয়। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ সেবা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ১৬০টি যুদ্ধবিমান থেকে ৪৫০টি বোমা ফেলা হয়। এসব বোমায় ৮০ টন বিস্ফোরক ছিল। মাত্র ৩৫ মিনিটে এসব বোমা ফেলে হামাসের ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এতে করে হামাসের লুকানো কিংবা প্রতিরক্ষার জন্য ব্যবহৃত সুড়ঙ্গ ব্যবস্থা ধ্বংস হয় গেছে।

এখনও পর্যন্ত ইসরায়েলি বাহিনী কিংবা হামাসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গগুলোতে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক হামাস সেনা নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়