ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইসরায়েলকে সমর্থন দিলো ২৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১৬ মে ২০২১  
ইসরায়েলকে সমর্থন দিলো ২৫ দেশ

গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর হামলার ঘটনায় ইসরায়েলকে সমর্থন দিয়েছে ২৫টি দেশ। সমর্থনের জন্য এই দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক টুইটে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

২৫টি দেশের পতাকা সংযুক্ত করে নেতানিয়াহু তার টুইটে বলেছেন, ‘ইসরায়েলের পতাকার সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

নেতানিয়াহুর দাবি অনুযায়ী ইসরায়েলকে সমর্থন দেওয়া এই দেশগুলোর মধ্যে রয়েছে,

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আলবেনিয়া, জর্জিয়া, ইতালি, নেদারল্যান্ডস, উরুগুয়ে, জার্মানি, নর্থ মেসিডোনিয়া, গ্রিস, গুয়াতেমালা, ইউক্রেন ও চেক প্রজাতন্ত্র।

প্রসঙ্গত, গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সাত দিন ধরে চলা এই লড়াইয়ে এ পর্যন্ত ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়