ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২০ ঘণ্টা পরে ইরানের তেল শোধনাগারের আগুন নিভলো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ৪ জুন ২০২১   আপডেট: ০৮:৫৭, ৪ জুন ২০২১
২০ ঘণ্টা পরে ইরানের তেল শোধনাগারের আগুন নিভলো

বুধবার ভোরে ইরানের সবচেয়ে বড় রণতরীতে আগুন লেগে ডুবে যায়। আর একই দিন রাতে দেশটির তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। খবর এপি’র। 

ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানিয়ে ডেপুটি তেল মন্ত্রী আলীরেজা সাদেঘাবাদি বলেন, ‘ফায়ার ফাইটারদের সাহসী পদক্ষেপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং অন্য ট্যাঙ্কগুলোতে ছড়ানোর হাত থেকে রেহাই পাওয়া গেছে।’

স্থানীয় সময় বুধবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর আকাশ ছেঁয়ে ফেলে ধোয়ার কুন্ডলিতে। মূলত দুটি বাতিল ট্যাঙ্কে লিকেজের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর সেটা পেট্রোলিয়াম গ্যাস পাইপলাইনে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারন করে।

ফায়ার ব্রিগেডের ১০টি বিভাগীয় স্টেশন, ৬০টি অপারেটিং যান ও ১৮০ জন ফায়ার সার্ভিস কর্মীর অক্লান্ত চেষ্টায় ২০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি। আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়