ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গর্ভবতী নারীদের কোভিড ভ্যাকসিন গ্রহণের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৩ জুলাই ২০২১   আপডেট: ১৩:০৬, ৩ জুলাই ২০২১
গর্ভবতী নারীদের কোভিড ভ্যাকসিন গ্রহণের অনুমোদন

ভারতের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি দেশটিতে গর্ভবতী নারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের অনুমোদন দিয়েছে। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইম্যুনাইজেশন থেকে পরামর্শ পাওয়ার পরপরই শুক্রবার (২ জুলাই) এই অনুমতি দেওয়া হয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, গর্ভবতী নারীরা এখন চাইলেই কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তারা চাইলে এখন থেকে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন কিংবা সরাসরি  টিকা সেন্টারে গিয়েও ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

আরো পড়ুন:

নতুন গ্রহণকৃত সিদ্ধান্তটি দেশটির সব রাজ্য ও প্রতিটি ইউনিয়ন অঞ্চলে সমন্বয় করে সফল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য নাগরিকদের দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ লাখ ১ হাজার ৫০ জন মারা গেছেন। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জন। সংক্রমণের শতকরা হার ৭ দশমিক ৩২ ভাগ। 

ঢাকা/সাব্বির/এমএম 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়