ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তালেবানের বিরুদ্ধে লড়াই আফগানিস্তানের নিজস্ব ব্যাপার : যুক্তরাষ্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১০ আগস্ট ২০২১  
তালেবানের বিরুদ্ধে লড়াই আফগানিস্তানের নিজস্ব ব্যাপার : যুক্তরাষ্ট

যুক্তরাষ্ট্র বলেছে, তালেবানকে প্রতিরোধ করা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর নিজস্ব ব্যাপার। এটা তাদের লড়াই, যুক্তরাষ্ট্রের নয়। সোমবার সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন। 

এক দশক পর গত মে মাসে আফগানিস্তান চূড়ান্তভাবে ছেড়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে জুনেই জোটের সিংহভাগ সেনা দেশে ফিরেছে। এরপর থেকেই আফগানিস্তানে হামলা জোরদার করে তালেবান। ইতোমধ্যে দেশটির ছয়টি প্রদেশের রাজধানী দখল করে নিয়েছে তারা।

জন কিরবি বলেছেন, ‘দেশ রক্ষা করা এখন তাদের ব্যাপার। এটা তাদের লড়াই।’ 

তিনি বলেন, ‘এগুলো তাদের সামরিক বাহিনী, তাদের প্রাদেশিক রাজধানী, তাদের মানুষকেই রক্ষা করতে হবে।’

কিরবি জানান, আফগানিস্তানে এখন যেভাবে লড়াই চলছে তা সঠিক নির্দেশনায় চলছে না।

আফগানিস্তানে সেনা সহায়তা দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, সেখানে কোনো অতিরিক্ত সেনা পাঠানো হবে না। এর পরিবর্তে তারা সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়