ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাইতিতে অপহৃতদের জন্য ১ কোটি ৭০ লাখ ডলার মুক্তিপণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১৯ অক্টোবর ২০২১  
হাইতিতে অপহৃতদের জন্য ১ কোটি ৭০ লাখ ডলার মুক্তিপণ দাবি

হাইতিতে ১৭ আমেরিকান ও কানাডীয় মিশনারির মুক্তির জন্য এক কোটি ৭০ লাখ ডলার মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা। মঙ্গলবার হাইতির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

শনিবার ‘৪০০ মাউজু’ নামের একটি অপরাধী চক্র ১৬ আমেরিকান ও এক কানাডীয়কে অপহরণ করে। ওই মিশনারিরা ক্রইক্স-ডেস-বোকুয়েটস এলাকায় একটি এতিমখানা পরিদর্শনে গিয়েছিলেন।

হাইতির বিচারমন্ত্রী লিজৎ কুইটেল সিএনএনকে জানিয়েছেন, অপহরণকারীরা মুক্তি দেওয়ার জন্য এক কোটি ৭০ লাখ ডলার দাবি করেছে। তাদেরকে শহরতলির বাইরের এক স্থানে রাখা হয়েছে।

তিনি জানান, অপহরণকারীদের সঙ্গে আলোচনা চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হাইতির নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করছে। তবে অপহরণকারীদের সঙ্গে অবশ্য এফবিআই সরাসরি কথা বলেনি।

এফবিআইয়ের মুখপাত্র বলেছেন, ‘আমেরিকানদের নিরাপত্তার জন্য মার্কিন সরকারের প্রচেষ্টার অংশ এফবিআই। অভিযানের গুরুত্ব বিবেচনায় এই মুহূর্তে বিস্তারিত তথ্য জানানো যাচ্ছে না।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ