ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তাইওয়ানে ৬.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৪ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:২৫, ২৪ অক্টোবর ২০২১
তাইওয়ানে ৬.৫ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে ৬ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এ তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের ইলান কাউন্টিতে স্থানীয় সময় দুপুর ১টা ১১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৭ কিলোমিটার। রাজধানী তাইপেতে প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো ভয়াবহ ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, চলতি বছর দেশে এটি ছিল সর্বোচ্চ মাত্রার ভূকম্পন। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস কম্পনের মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে।

ইলান কাউন্টিতে বসবাসরত এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, কম্পনটি ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। তার আশেপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

ওই সাংবাদিক বলেন, ‘বাড়ির দেয়ালগুলো উভয়পাশে ও উপর-নিচে কাঁপছিল, এটা বেশি শক্তিশালী অনুভূতি ছিল।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়