ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সমালোচনায় বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৩ নভেম্বর ২০২১   আপডেট: ১১:৫৬, ৩ নভেম্বর ২০২১
চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সমালোচনায় বাইডেন

জলবায়ু সম্মেলন ‘কপ-২৬’ এ চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের অংশ না নেওয়ার কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে সম্মেলনে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, `জলবায়ুর মতো এমন কঠিন ও জটিল একটি বিষয় থেকে চীন নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে। তাদের পথই অনুসরন করে সম্মেলন থেকে দূরে অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’

এদিকে সোমবার (১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া ছাব্বিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬) ১২০টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান অংশ নিচ্ছেন। সম্মেলনে অংশ নিতে চীন ও রাশিয়া অবশ্য নিজেদের প্রতিনিধি পাঠিয়েছে। রোববার (১৪ নভেম্বর) এ সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

চীন বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ। তাদের পরেই অবস্থান যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত ও রাশিয়া কার্বণ নিঃসরণকারী দেশগুলোর মধ্যে উপরের দিকেই রয়েছে। সূত্র: বিবিসি।

মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়