ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পর্যটকদের জন্য ১ জানুয়ারির মধ্যে সীমান্ত খুলে দেবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১২ নভেম্বর ২০২১   আপডেট: ১০:১৪, ১২ নভেম্বর ২০২১
পর্যটকদের জন্য ১ জানুয়ারির মধ্যে সীমান্ত খুলে দেবে মালয়েশিয়া

২০২২ সালের ১ জানুয়ারির মধ্যে মালয়েশিয়ার বাইরের দর্শনার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার মালয়েশিয়া সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত জানায়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, আগামী ১ জানুয়ারির আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা কমে আসছে। এই পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো পর্যায়ক্রমে তাদের অর্থনীতি উম্মুক্ত করে দিয়েছে।

মালয়েশিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির ৩ কোটি ২ লাখ মানুষের মধ্যে তিন চতুর্থাংশের বেশি টিকার আওতায় এসেছে। সরকারের অ্যাডভাইজারি কাউন্সিলের প্রধান, মালয়েশিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে নেতৃত্বদানকারী সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন রয়টার্সকে বলেন, বিদেশি দর্শনার্থী ছাড়া পর্যটন খাতের পুনরুদ্ধার হয় খুব ধীর গতিতে।

পুনরায় ব্যবসা শুরু করতে এ খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরেকটু সময় প্রয়োজন।  তিনি বলেন, কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা একেবারে শুরুর পর্যায়ে নেওয়াসহ আরও কিছু বিষয়ে একটা পর্যায় পর্যন্ত উন্নতি হওয়া দরকার।

সূত্র: সিএনএন, রয়টার্স

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়