ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আফগানদের অর্থ পাচ্ছে ৯/১১ হামলায় নিহতদের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২২  
আফগানদের অর্থ পাচ্ছে ৯/১১ হামলায় নিহতদের পরিবার

ফেডারেল রিজার্ভে আটকে রাখা আফগানিস্তানের ৭০০ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই অর্থের অর্ধেক পাবেন আফগান জনগণ, আর বাকী অর্ধেক পাবেন ৯/১১ হামলায় নিহতদের পরিবারের সদস্যরা। শুক্রবার তিনি এ সংক্রান্ত নির্বাহি আদেশে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপরেই সাবেক সরকারের আমলে ফেডারেল রিজার্ভে রাখা অর্থ আটকে দেয় যুক্তরাষ্ট্র। সরকার পরিবর্তনের কারণে আফগানিস্তানে মানবিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয় আন্তর্জাতিক সংস্থাগুলো। এতে দেশটির অর্থনীতিতে বিপর্যয় নেমে আসে। 

এপি জানিয়েছে, ফেডারেল রিজার্ভে রাখা আফগানিস্তানের ব্যাংকগুলোর অর্থ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ৯/১১ হামলায় নিহতদের পরিবারের সদস্যরা। এর জন্য তারা মামলাও করেছিলেন। ওই মামলায় বিজয়ী হয়েছে অর্থ দাবি করা পরিবারগুলো। বাইডেন প্রশাসন রিজার্ভে থাকা ৭০০ বিলিয়নের অর্ধেক আফগানিস্তানে ত্রাণ সহায়তার জন্য ছাড়ের অনুমোদন দেবেন। আর বাকী অর্ধেক অর্থ রাখা হবে ৯/১১ হামলায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ