ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইরাকের মার্কিন কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৩ মার্চ ২০২২   আপডেট: ১২:০৮, ১৩ মার্চ ২০২২
ইরাকের মার্কিন কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে রোববার (১৩ মার্চ) ভোরের দিকে ইরান থেকে ১২টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ও ইরাকি কর্মকর্তারা একথা জানান।

এদিকে হামলার ঘটনা ঘটেছে কুর্দিশ নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যমের ভবনেও।

নাম প্রকাশে অনিচ্ছিুক যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে জানান, হামলাটি ছিল `ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নেওয়া জঘন্যতম একটি পদক্ষেপ।, নতুন কনস্যুলেট ভবনে হাওয়া এই মামলায় কোনো মার্কিন নাগরিক বা ভবনটির কোনো ক্ষতি হয়নি।’

ইরাকি কর্মকর্তারা জানান, ইরান থেকে ১২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।  কি ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরাকি কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ