ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

রাশিয়া ও ইইউকে বসতে বললো চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৫ মার্চ ২০২২   আপডেট: ১১:৩৮, ১৫ মার্চ ২০২২
রাশিয়া ও ইইউকে বসতে বললো চীন

ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব রাজনীতি।  আর এর প্রভাব পড়েতে শুরু করেছে অর্থনীতির ওপরও।  এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে চীন।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রী হোসে ম্যানুয়েলের সঙ্গে ফোনে কথা বলার সময় এ কথা জানান বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। 

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে মঙ্গলবার (১৫ মার্চ) একথা জানিয়েছে আল-জাজিরা। 

ওয়াং ই বলেন, রাশিয়া ও ইইউ যাতে ‘তাদের নিরাপত্তা উদ্বেগের যুক্তিসঙ্গত সমাধান খুঁজে পেতে এবং একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা কাঠামো স্থাপন করতে পারে সেই আহ্বান জানাচ্ছি।  আর এ জন্য দুই পক্ষকে আলোচনায় বসতে হবে।

সূত্র: আল-জাজিরা।

 

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়