ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

কাগজ না থাকায় শ্রীলঙ্কায় স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২০ মার্চ ২০২২  
কাগজ না থাকায় শ্রীলঙ্কায় স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত

ছাপা কাগজ না থাকায়  স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করেছে শ্রীলঙ্কা। শনিবার দেশটির শিক্ষা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

১৯৪৮ সালের পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। 

শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে আর্থিক সংকটের কারণে কাগজ আমদানি করা যায়নি। পর্যাপ্ত কাগজ না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

পশ্চিম প্রদেশের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘স্কুলের প্রধান শিক্ষকরা পরীক্ষা নিতে পারবেন না কারণ ছাপাখানা প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানির জন্য বৈদেশিক মুদ্রা নিশ্চিত করতে সক্ষম হয়নি।’

সরকারি সূত্র জানিয়েছে, ৪৫ লাখ শিক্ষার্থীর প্রায় দুই তৃতীয়াংশ পরীক্ষা দিতে পারবে না।

বছরের শেষে শিক্ষার্থীদের পরবর্তী গ্রেডে উন্নীত করা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার জন্য মেয়াদী পরীক্ষাগুলো ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার অংশ।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতির কারণে শ্রীলঙ্কা এখন জরুরি প্রয়োজনী পণ্যগুলো আমদানি করতে পারছে না। এর ফলে দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। তেল আমদানিতে ঘাটতি দেখা দেওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। জ্বালানি তেলের জন্য নাগরিকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়