ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাগজের অভাবে শ্রীলঙ্কার ২ পত্রিকার প্রকাশনা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৫ মার্চ ২০২২   আপডেট: ১৭:২১, ২৫ মার্চ ২০২২
কাগজের অভাবে শ্রীলঙ্কার ২ পত্রিকার প্রকাশনা বন্ধ

কাগজের অভাবের কারণে শ্রীলঙ্কার দুটি প্রথম সারির পত্রিকা তাদের ছাপা সংস্করণ বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার পত্রিকা দুটির মালিক এই ঘোষণা দিয়েছেন। 

মাত্র দুই কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা গত কয়েক মাস ধরে চরম অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ১৯৪৮ সালে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে দেশটি এমন সংকটে কখনোই পড়েনি।

আরো পড়ুন:

বেসরকারি মালিকানাধীন উপালি নিউজপেপার্স জানিয়েছে, তাদের ইংরেজি সংস্করণ দ্য আইল্যান্ড এবং তাদের সহযোগী সিংহলী সংস্করণ ডিভাইনার ছাপা সংস্করণ কাগজ সঙ্কটের কারণে বন্ধ থাকবে। তবে তাদের অনলাইন সংস্করণ চালু থাকবে।

কাগজ সঙ্কটের কারণে ইতোমধ্যে শ্রীলঙ্কার বেশ কয়েকটি দৈনিক তাদের পাতার সংখ্যা কমিয়ে দিয়েছে। এছাড়া গত সপ্তাহে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়