ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দায়িত্ব নেওয়ার এক দিন পর শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৫ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:৩৪, ৫ এপ্রিল ২০২২
দায়িত্ব নেওয়ার এক দিন পর শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদত্যাগ

দায়িত্ব নেওয়ার এক দিন পর পদত্যাগ করেছে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে রয়টার্স। 

সম্প্রতি চরম অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে খাবার ও জ্বালানির জন্য আন্দোলন শুরু করেছেন সাধারণ নাগরিকরা। তীব্র আন্দোলনের মুখে সরকারের ২৬ মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ব্যক্তিদের মধ্যে প্রেসিডেন্টের ভাই বাসিল রাজাপাকসেও ছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রেসিডেন্টের অনুরোধে সোমবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন আলি সাবরি।

আরো পড়ুন:

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে লেখা চিঠিতে সাবরি বলেছেন, ‘আমি এতদ্বারা জানাচ্ছি যে, অর্থমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়