ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনাহারের ঝুঁকিতে শ্রীলঙ্কার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৬ এপ্রিল ২০২২  
অনাহারের ঝুঁকিতে শ্রীলঙ্কার মানুষ

অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার দুই কোটি ২০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টের স্পিকার এই সতর্কবার্তা দিয়েছেন।

রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলা করতে হচ্ছে শ্রীলঙ্কার জনগণকে। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটিতে এবার প্রথম এ ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। ছাত্র ও পেশাজীবীরা প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে। বিক্ষোভের মুখে ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে গেছেন ৪১ জন আইনপ্রণেতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সোমবার লাঠিচার্জ করেছিল পুলিশ। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরো পড়ুন:

বুধবার স্পিকার মাহিন্দা ইয়াপা আবিওয়ারদানা আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলেছেন, সামনে আরও কঠিন দিন আসছে। 

তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছে এটি সবচেয়ে খারাপ সংকট, কিন্তু আমি মনে করি এটি কেবল শুরু। খাদ্য, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি আরও খারাপ হবে। অতিতীব্র খাদ্য ঘাটতি ও অনাহার হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়