ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

শ্রীলঙ্কায় বিক্ষোভে গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৯ এপ্রিল ২০২২   আপডেট: ২১:৫৮, ১৯ এপ্রিল ২০২২
শ্রীলঙ্কায় বিক্ষোভে গুলি, নিহত ১

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। মঙ্গলবার রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার দূরে একটি মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা তেল সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রামবুক্কানা এলাকার একটি মহাসড়ক অবরোধ করেছিল। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে এবং তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও তাজা গুলি ছোড়ে। এ ঘটনায় এক জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

৯৪৮ সালের পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হচ্ছে শ্রীলঙ্কাকে। দেশটিতে একদিকে রয়েছে নিত্যপ্রয়োজনী পণ্যের অভাব এবং অন্যদিকে রয়েছে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট। ছাত্র ও পেশাজীবীরা প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগ দাবিতে গত মাস থেকে বিক্ষোভ করছে। বিক্ষোভের মুখে চলতি মাসের প্রথম সপ্তাহে ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে গেছেন বেশ কয়েক জন আইনপ্রণেতা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়