ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২০ এপ্রিল ২০২২  
বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় কারফিউ

সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কার একটি শহরে বুধবার কারফিউ জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তেল সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে রামবুক্কানা এলাকার একটি মহাসড়ক মঙ্গলবার অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়। 

আরো পড়ুন:

স্থানীয় বাবুর্চি বসন্ত কুমারা বুধবার এএফপিকে বলেন, ‘আমার পায়ে ও হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। আমি পুলিশকে অনুরোধ করেছিলাম আমাকে না মারতে, কিন্তু তারা শোনেনি। মানুষ ক্ষুব্ধ। আমরা সবাই দরিদ্র, যারা মৌলিক অধিকারের জন্য লড়াই করছি।’

রামবুক্কানায় বুধবার সকাল থেকে দোকানপাট বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ নগরীতে কারফিউ জারি করেছে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, তিনি পুলিশের গুলির ঘটনায় ‘অত্যন্ত দুঃখিত’। সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জনগণের অধিকারকে বাধা দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়