ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১ মে ২০২২   আপডেট: ১৯:৩৭, ১ মে ২০২২
শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ

শ্রীলঙ্কার বিরোধী দলগুলোর হাজার হাজার সমর্থক রোববার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে সমাবেশ করেছে। দেশটিতে গত কয়েক মাস ধরে চলা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কোনো উন্নয়ন না হওয়ায় তারা এই বিক্ষোভ সমাবেশ করেছেন।

করোনা মহামারি এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সরকারের করের হার কমানোর কারণে শ্রীলঙ্কার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। এর ফলে দুই কোটি ২০ লাখ মানুষের দ্বীপ রাষ্ট্রটিকে জ্বালানি, খাদ্য ও ওষুধ আমদানির ব্যয় মেটাতে পারছে না। প্রায় প্রতিদিনই দেশটিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

আরো পড়ুন:

রোববার বিরোধী দলগুলো কেন্দ্রীয় শহর ক্যান্ডি থেকে এক সপ্তাহব্যাপী মিছিল শেষ করেছে। এদিন হাজার হাজার সমর্থক কলম্বোর স্বাধীনতা স্কয়ারে ভিড় করেছে। অনেকের হাতে ছিল শ্রীলঙ্কার পতাকা এবং মাথায় ছিল ‘গোটা গো হোম’ হেডব্যান্ড। 

সুনীল শান্ত নামে ৫৮  বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বলেছেন, ‘অনেক মানুষ জ্বালানি এবং খাবারের খরচ মেটাতে পারছে না। সবকিছুর জন্য তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। ’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়