পোড়া বাসের সামনে সেলফি তোলার হিড়িক
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর সহিংস হয়ে উঠেছিল রাজধানী কলম্বো। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে থাকা বাসে অগ্নিসংযোগ করেছিল। অনেক যানবাহন পুকুরেও ফেলা হয়েছে। এসব পোড়া ও পুকুরে পড়ে থাকা বাসগুলো এখন স্থানীয়দের কাছে আকর্ষণীয় সেলফি পয়েন্ট হয়ে উঠেছে।
তিন দিন কারফিউর পর বৃহস্পতিবার নগরীর বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছিলেন। অনেকে পরিবার নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ঘুরে বেড়িয়েছেন। এসময় তারা পোড়া বাস ও বাসভবনের বাইরে পুকুরের পড়ে থাকা বাসের সামনে সেলফি তুলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে এক কিশোরী বলেছেন, ‘কলম্বোতে চার দিনের বিক্ষোভের কারণে আমি স্কুলে যাইনি। আজ আমরা স্বপরিবারে এখানে এসেছি। বন্ধুদের দেখানোর জন্য আমি এখানে সেলফি তুলেছি।’
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ক্লিফোর্ড নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে সেলফি তুলছেন।
ক্লিফোর্ড বলেন, ‘মানুষ এখানে সেলফি তুলছে কারণ তারা একে স্মৃতি হিসাবে নিতে চায়, অনেক লোক কোনো কারণে বিক্ষোভে যোগ দিতে পারেনি... সেলফি তুলে তারা প্রতিবাদকারীদের সাথে সংহতি প্রকাশ করছে।’
ঢাকা/শাহেদ