ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা: বিশ্বব্যাপী শনাক্ত সাড়ে ৫২ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২১ মে ২০২২   আপডেট: ০৯:০০, ২১ মে ২০২২
করোনা: বিশ্বব্যাপী শনাক্ত সাড়ে ৫২ কোটি ছাড়াল

মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯৮ হাজার ৮১৭ জনের।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৯ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৫৪০ জন।

শনিবার (২১ মে) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ২৬২ জন। মারা গেছেন ১০ লাখ ২৮ হাজার ৭৪১ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৩৩২ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৩২৩ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৬২ হাজার ৪১৩ জন। মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৫৯৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়