ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জ্বালানির দাম বাড়ালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৭ মে ২০২২  
জ্বালানির দাম বাড়ালো পাকিস্তান

জ্বালানির দাম বাড়ালো পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ মে) দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি ৩০ রুপি করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার (২৭ মে) মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী।

আরো পড়ুন:

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরুজ্জীবিত করতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের কাছে দাম বাড়ানোর কোনও বিকল্প ছিল না। নতুন করে দাম বাড়ানো পরও সরকারকে লিটারপ্রতি ৫৬ রুপি করে ভর্তুকি দিতে হচ্ছে।

মূল্য বাড়ানোর পর পাকিস্তানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১৭৯.৮৬ রুপি, ডিজেল ১৭৪.১৫ রুপি, কেরোসিন তেল ১৫৫.৫৬ রুপি এবং হালকা ডিজেল ১৪৮.৩১ রুপি।

সূত্র: ডন

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়