ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রুশ হামলায় ফরাসি সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৩১ মে ২০২২   আপডেট: ০৯:৫৮, ৩১ মে ২০২২
রুশ হামলায় ফরাসি সাংবাদিক নিহত

ফরাসি সাংবাদিক ফ্রেডেরিক লেক্লারক

ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার বোমা হামলায় ফরাসি সাংবাদিক ফ্রেডেরিক লেক্লারক (৩২) নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেন থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় হামলায় নিহত হন তিনি।

ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, পূর্ব ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় একটি গাড়িতে রুশ বোমা হামলায় একজন ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) টুইটারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লিখেছেন, ‌ফ্রেডেরিক লেক্লারক যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্য ইউক্রেনে রয়েছেন। রাশিয়ান বোমা হামলা থেকে বাঁচতে পালাতে বাধ্য হয়ে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি মানবিক বাসে চড়ে তিনি আহত হন।

ফ্রেডেরিক লেক্লারক টেলিভিশন নিউজ চ্যানেল BFM-এ কাজ করতেন। টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, ফ্রেডেরিক ৩২ বছর বয়সী। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্বপালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন তিনি।

ফরাসি ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলেছে, ফ্রেডেরিক লেক্লারক পূর্ব ইউক্রেনের একটি শহর সেভেরোডোনেটস্কের কাছে ছিলেন।  

সূত্র: সিএনএন

/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়