ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ানমারে কয়েক শতাধিক বাড়ি-ঘরে সামরিক জান্তার অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৪ জুন ২০২২  
মিয়ানমারে কয়েক শতাধিক বাড়ি-ঘরে সামরিক জান্তার অগ্নিসংযোগ

মিয়ানমারের উত্তরাঞ্চলে কয়েক শতাধিক বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে সামরিক জান্তা। শনিবার স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত বছর সামরিক অভ্যুত্থানের পর সাগাইং অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের তীব্র লড়াই চলছে। স্থানীয় ‘পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে সামারিক জান্তার সঙ্গে নিয়মিত সংঘর্ষ হচ্ছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, পিডিএফের মতো অনিয়মিত মিলিশিয়া বাহিনীর হামলার সক্ষমতায় রীতিমতো বিস্মিত হয়েছে জান্তা। সাগাইংয়ে সেনাবাহিনীকে সমর্থনের জন্য বহুবার বিমান হামলার অনুরোধ জানানো হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহের তিন দিনে কিন, আপার কিন ও কি তাউং গ্রামে শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে সেনারা। ২৬ মে সেনারা ফাঁকা গুলি ছুড়লে বাসিন্দারা কিন গ্রাম থেকে পালিয়ে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘পরের দিন সকালে তাদের চলে যাওয়ার আগে আমাদের গ্রাম থেকে ধোঁয়া উঠতে দেখলাম। দুই শতাধিক বাড়ি পুড়ে গেছে...আমার বাড়ি পুরোপুরি পুড়ে গেছে, কেবলমাত্র কংক্রিটের ভিত্তিটি বাকী ছিল।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়