ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাদ্যকে ‘স্টিলথ ক্ষেপণাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৭ জুন ২০২২   আপডেট: ১০:৪৭, ৭ জুন ২০২২
খাদ্যকে ‘স্টিলথ ক্ষেপণাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ইইউ

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৈশ্বিক খাদ্য সঙ্কটের জন্য দায়ী মূলত রাশিয়া খাদ্য সরবরাহকে উন্নয়নশীল বিশ্বের বিরুদ্ধে `স্টিলথ ক্ষেপণাস্ত্র' হিসাবে ব্যবহার করছে এবং মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে।'

এদিকে চার্লস মিশেল এমন বক্তব্যের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

আরো পড়ুন:

মঙ্গলবার (৭ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক বৈঠকে চার্লস মিশেল এসব কথা বলেন। এ সময় রুশ রাষ্ট্রদূত নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে বের হয়ে যান।

ইউক্রেন রান্নার তেলের পাশাপাশি ভুট্টা এবং গমের মতো খাদ্যশস্যের একটি বড় রপ্তানিকারক দেশ।  পাশাপাশি রাশিয়াও বিশ্বে প্রচুর পরিমাণে সার রপ্তানি করে থাকে।  তবে ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ব বাজারে তাদের রপ্তানি করা পণ্যের পরিমান কমে গেছে। ফলে এসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ পর্যন্ত।

নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে চার্লস মিশেল রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়াকে উদ্দেশ্য করে বলেন, ক্রেমলিন উন্নয়নশীল দেশগুলির বিরুদ্ধে স্টিলথ ক্ষেপণাস্ত্র হিসাবে খাদ্য সরবরাহকে ব্যবহার করছে।'

তিনি আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নাটকীয় পরিণতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।  এই যুদ্ধ খাদ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে এবং সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।  আর বর্তমান এই পরিস্থিতির জন্য একমাত্র রাশিয়াই দায়ী।'

চার্লস মিশেল বলেন, ‘রাশিয়ার নৌ অবরোধের কারণে ইউক্রেনের ওডেসা বন্দরে কয়েক লাখ টন শস্য আটকে রয়েছে।  যা আমি নিজেই দেখেছি।’

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়